প্রতিনিধি ১০ মার্চ ২০২৪ , ৪:০৯:৪২ প্রিন্ট সংস্করণ
পাইকগাছা উপজেলার সু -নাম খ্যাত রোজ বাড কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নানা আয়োজনে স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল এর- সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন পাইকগাছা পৌরসভা মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. সূজন কুমার সরকার, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিল এস এম ইমদাদুল হক,শিক্ষক মনতোষ মন্ডল, রহিম আফরোজ,প্রমখ।
অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, বিভিন্ন রকমের প্রতিযোগিতা খেলা, বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ,সন্ধ্যা মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।