প্রতিনিধি ১৪ মার্চ ২০২২ , ৪:৪৮:০৪ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে এসে নারী বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশের মেয়েরা। শুধু তাই নয় পাকিস্তানের বিপক্ষেও এটি প্রথম জয়।
রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে পাকিস্তানি মেয়েদের ৯ রানে হারিয়ে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে নিগার সুলতানার দল। আজ সোমবার (১৪ মার্চ) নিউজিল্যান্ডের হ্যামিল্টনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশ ৫০ ওভারে তোলে ২৩৪ রান। ওয়ানডেতে যা তাদের সর্বোচ্চ দলীয় রান। রান তাড়ায় ওপেনার সিদরা আমিনের সেঞ্চুরির পরও পাকিস্তান করতে পারে ২২৫।
ফারজানা হক পিংকির ফিফটি, শারমিন আক্তার সুপ্তা ও নিগার সুলতানা বাংলাদেশকে দিয়েছিল চ্যালেঞ্জিং পুঁজি। কিন্তু রান তাড়ায় বাংলাদেশকে ভয় পাইয়ে দেয় পাকিস্তানের উদ্বোধনী জুটি। ৯১ রানের সে জুটি ভেঙে খেলায় ফেরার পরও সেঞ্চুরি করে পাকিস্তানকে টানছিলেন সিদ্রা আমিন। শেষের রোমাঞ্চে তাকেও ছেঁটে জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল।
এক পর্যায়ে ম্যাচ জিততে শেষ চার ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩০ রান। ৭ উইকেট হারিয়ে ফেলা বিসমাহ মারুফের দলের ভরসা তখন সেঞ্চুরিয়ান সিদ্রা। সালমা খাতুনের ৪৭তম ওভারে আসে আরেক সাফল্য। ডিয়ানা বাগকে এলবিডব্লিউ করে ফিরিয়ে দেন সালমা। ওই ওভার থেকে আসে কেবল ৫ রান।
নাহিদা আক্তারের ৪৮তম ওভারে ম্যাচ একদম মুঠোয় নিয়ে নেয় বাংলাদেশ। দুই রান নিতে গিয়ে কাটা পড়েন ১০৪ রান করা সিদ্রা। আসে কেবল ৬ রান। সেই দুই ওভারে সমীকরণ দাঁড়ায় ১৯ রানের। যা পাকিস্তানের শেষ দুই ব্যাটারের পক্ষে নেওয়া সম্ভব ছিল না।
২৩৫ রান তাড়ায় বাংলাদেশকে ঘাবড়ে দিয়েছিলেন পাকিস্তানের দুই ওপেনার। নাহিদা খান-সিদ্রা আমিন মিলে ওপেনিং জুটিতেই এগুচ্ছিলেন শতরানে দিকে।