দেশজুড়ে

ফুলতলায় বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২১ , ৬:২৭:০৬ প্রিন্ট সংস্করণ

ফুলতলা (খুলনা) প্রতিনিধি:

খরিপ-১ (২০২০-২১) মৌসুমে উফশী আউশ ছাষাবাদে প্রনোদনার লক্ষে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন সোমবার সকাল ১০টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন।

বক্তব্য প্রদান করেন ওসি মাহাতাব উদ্দিন, ভেটনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, কৃষি স¤প্রসারণ অফিসার নাজমুস সাকিব শাহিন, তাজমিনা হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, পল্লী উন্নয়ন অফিসার মোঃ আফরুজ্জামান, উপজেলা রিসোর্স ইন্সটেকটর মোঃ রবিউল ইসলাম রনি, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রকাশ চন্দ্র মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল আলম, সালমা সুলতানা, আল মামুন হাওলাদার, হেনা রানী সানা, কাজী নজির হোসেন, তরুন কুমার সরকার প্রমুখ। প্রসঙ্গতঃ উপজেলার ৪টি ইউনিয়নে ৩৫০ জন কৃষককে প্রনোদনার আওতায় বিঘা প্রতি প্রতি ৫ কেজি উপশী আউশ বীজ, ডিএপি ২০ কেজি ও এমওপি ১০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by