রাজশাহী

পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের বৃক্ষরোপণ কর্মসূচি

  প্রতিনিধি ২০ জুলাই ২০২০ , ৭:৩৩:১২ প্রিন্ট সংস্করণ

পাবনা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানে ১শ ফলজ বনজ ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপণ করা হয়। টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জমিদার রহমানের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম. মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা পৌর ৩ নং কাউন্সিল শেখ ইকবাল, দৈনিক সিনসার সম্পাদক মাহাবুব আলম, বাসস এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, পাবনা নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক নির্বাহী সদস্য খালেদ হোসেন পরাগ প্রমুখ।

আরও খবর

Sponsered content