রংপুর

পার্বতীপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী

  প্রতিনিধি ৮ জুলাই ২০২০ , ৮:০১:৩৪ প্রিন্ট সংস্করণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দীর্ঘ চার মাসের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে আতংকিত শ’ খানেক প্রতিবন্দি শিক্ষার্থী পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়ের ৮০ প্রতিবন্ধি শিক্ষার্থী পরিবারের মাঝে ত্রাণের চাল, ডাল, ভোজ্যতেল, সাবান ও মৌসুমী ফল বিতরণ করে ৬৬ পদাতিক ডিভিশন এর ১৬ পদাতিক ব্রিগেড অধিনস্থ খোলাহাটি ৩৬ বীর। এ কর্মসূচির সার্বিক সার্বিক পরিকল্পনা ও তত্ত¡াবধানে ছিলেন খোলাহাটি ৩৬ বীর এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আরিফুল ইসলাম হিমেল। তিনি বলেন, দুস্থ প্রতিবন্ধী শিশুদের পরিবারকে এ ধরনের ত্রাণ সহযোগীতার পাশাপাশি মৌসুমী ফল প্রদানের এ সুযোগ ১৬ পদাতিক ব্রিগেড ও ৩৬ বীর এ সকল সেনাসদস্যকে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে অংশ নিতে অনুপ্রাণিত করবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়, পার্বতীপুরের প্রধান শিক্ষক মোস্তাকিম সরকার, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by