দেশজুড়ে

পাহাড় প্রকৃতির সৌন্দর্যের বন্ধনে বাধা পড়ে গেছি- নবনিযুক্ত জেলা প্রশাসক

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৫ , ৮:১১:৪২ প্রিন্ট সংস্করণ

পাহাড় প্রকৃতির সৌন্দর্যের বন্ধনে বাধা পড়ে গেছি- নবনিযুক্ত জেলা প্রশাসক

বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যো,পাহাড়, ফুল,পাখি,লতাপাতার বন্ধনে বাধা পরে গেছেন বলে মন্তব্য করেছেন  বান্দরবান জেলা প্রশাসক হিসেবে নতুন যোগদান করা মিজ শামিম আরা রিনি।

বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন চাকরির শুরুতে ট্রেনিং এর অংশ হিসেবে বান্দরবানে ঘুরতে এসে এ জেলার প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে যান।মনে মনে তখন ইচ্ছে ছিলো যদি কখনে সম্ভব হয় তাহলে পার্বত্য জেলা গুলোতে চাকরি করবো।তিনি বলেন নিজ জেলা দুরে হওয়াতে এতোদিন এখানে আশা সম্ভব হয়নি তাই এখানে আশাা সুযোগটা পেয়ে মনে হলো আমার যাওয়া উচিত।

এখানে এসেই   বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যো,পাহাড়, ফুল,পাখি,লতাপাতার বান্ধনে বাধা পরে গেছি।

এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নে জেলার তিনটি উপজেলায় বন্ধ পর্যটন স্পষ্ট গুলো খুলে দেয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলাপের বিষয়টি তুলে ধরেন,এছাড়া পরিবেশ ধংসকারী অবৈধ ইটভাটা,বনের গাছ কাটা,পাহাড় কাটার বিষয়ে তিনি বলেন,এটা জাতীয় সমস্যা এটা নিরসনে  স্থানীয়দের মোটিভেট করতে হবে।

এসময় তিনি জীববৈচিত্র্যের ক্ষতি না করে, পাহাড় না কেটে স্থাপনা নির্মাণ ও গাছ না কেটে এর প্রয়োজনীয়তা অন্য কিছু দিয়ে করা যায় কিনা সে বিষয়ে সচেতনতা তৈরি করার কথা যানান।সচেতন না হলে সরকারি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।এছাড়া মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের উত্থাপিত সকল বিষয়ে সমস্যা সমাধানে জেলা প্রশাসন আন্তরিক ভাবে কাজ করবে বলে তিনি জানান। 

এসময় মিজ শামিম আরা রিনি আরো  বলেন জেলার সকল মানুষের যত্নের কোন কমতি হবে না,এসময় তিনি বলেন নিজের বেতন বাতার বাইরে  একটি টাকাও বেশি নেয়ার ইচ্ছে নেই তবে বান্দরবান জেলার সাধারণ মানুষের ভালোবাসা নেয়ার লোভ টা থেকে যাবে,সেটা পেলে নিজেকে সৌভাগ্যবতী মনে করবো।

এসময় তিনি বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকদের সংবাদ উপস্থাপনে  ইতিবাচক চিন্তাভাবনার বহিঃপ্রকাশের মাধ্যমে জেলার বিভিন্ন উন্নয়নে অবদানের প্রশংসা করেন এবং আগামীতেও জেলার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৬ জানুয়ারি) তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর শামীম আরা রিনিকে কুষ্টিয়ায় ডিসি নিয়োগ দেওয়া হলেও তার সেই আদেশ বাতিল করা হয়।এতোদিন বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপসচিব শাহ মোজাহিদ উদ্দিন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মঞ্জরুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,আসিফ রায়হান,বান্দরবান প্রেস ক্লাবের সদস্য, আমিনুল ইসলাম বাচ্চু সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আরও খবর

Sponsered content