প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৩:২৫:০০ প্রিন্ট সংস্করণ
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কার করে চাকরির পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। চলতি সপ্তাহের মধ্যেই এই সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি জানান। সারজিস আলম পোস্টে বলেন, ‘এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক, তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।’
এদিকে পিএসসি’র অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। পিএসসি’র এমন স্থবিরতায় হতাশার মধ্যে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা।