চট্টগ্রাম

পৌরসভার প্রশাসককের দায়িত্বে চন্দনাইশে মাহমুদা বেগম, দোহাজারীতে ডিপ্লোম্যাসি চাকমা

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৭:০১:৪১ প্রিন্ট সংস্করণ

পৌরসভার প্রশাসককের দায়িত্বে চন্দনাইশে মাহমুদা বেগম, দোহাজারীতে ডিপ্লোম্যাসি চাকমা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভার মধ্যে ‘ক শ্রেণি’র চন্দনাইশ পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। অপরদিকে ‘গ শ্রেণি’র দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমাকে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুব আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নিয়োগকৃত প্রশাসকগণ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২ (ক) এর উপ-ধারা (৩) মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রশাসকরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালীন বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। এছাড়া প্রাপ্য হবেন না অন্য কোনো আর্থিক ও অন্যান্য সুবিধা।

উল্লেখ্য, এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রনালয় সারাদেশের পৌরসভার মেয়রগণকে অপসারণ করার পর গত ১৮ আগস্ট এক প্রজ্ঞাপনে দোহাজারী পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিলো চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের আর এম শাখার সিনিয়র সহকারী কমিশনার মোঃ রাজীব হোসেনকে। অপরদিকে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমাকে চন্দনাইশ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিলো।

আরও খবর

Sponsered content