প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২২ , ৬:২৩:৪৭ প্রিন্ট সংস্করণ
সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ এবং বই-খাতা বিতরণ কর্মসূচি পালন করা হয়ছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে পাথরঘাটার বিভিন্ন স্কুল-শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ, ঔষধিগাছ লাগানো হয় এবং শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম বিতরণ করা হয়। এসময় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওয়ালিদ মক্কি, সাধারণ সম্পাদক আহমেদ সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক সজিব, পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, অপূর্ব বালা, সাদিকুল হৃদয়, কাইফি, রিমন প্রমূখ।