বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই মুহূর্তে ঐক্য প্রয়োজন : পরিকল্পনামন্ত্রী

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২১ , ৮:৩৫:২৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, একটি দেশের শক্তিশালী উন্নয়নের জন্য দরকার পরিশ্রমী মানুষ, দৃঢ় নেতৃত্ব আর রাজনৈতিক স্থিতিশীলতা। এর সবই বর্তমানে বাংলাদেশে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১২ বছরে জাতীয় জীবনে যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে, সেই ধরনের নেতৃত্বের ঐক্য এই মুহূর্তে প্রয়োজন।

আজ দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (সাফা) আন্তর্জাতিক কনফারেন্স-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, সন্দেহবাদীরাও জানেন যে এখন সুইচ চাপলে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। শুধু তার ঘরে নয়, সুদূর প্রান্তের পঞ্চগড়, সুনামগঞ্জ, সাতক্ষীরার গ্রামে কুঁড়েঘরেও সুইচ চাপলে বিদ্যুৎ মেলে। সন্দেহবাদীরা এটা দেখুন। এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে কোনো সেতু, ব্রিজ পার না হয়ে ভোরবেলা শুরু করলে সন্ধ্যাবেলা হয়তো পৌঁছা যাবে, যদি কোথাও সময় ব্যয় না করা হয়।

মন্ত্রী বলেন, সকল কাজে একটি কেন্দ্রীয় শক্তি রয়েছে, নেতৃত্বের শক্তি। আরেকটি শক্তি রয়েছে, সেটি স্থিতিশীলতার শক্তি। মহান মুক্তিযুদ্ধের সময়, জাতির মহাদুর্যোগের সময় আমরা নেতৃত্ব পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গে যারা এগিয়ে এসেছিলেন হাজার হাজার লাখে লাখে, তারা চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন। সেই কেন্দ্রীয় নেতৃত্ব ছিল বলেই হাজার বছরের অমানিশার পরে আমরা স্বাধীনতা পেয়েছি।

তিনি বলেন, কারণ যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে আমাদের জাতীয় জীবনে, বিগত ১২ বছরে যে নেতৃত্ব আমাদের প্রধানমন্ত্রী দিচ্ছেন। আমি স্তুতি বাক্য দিচ্ছি না, তাকে খুশি করার প্রয়োজনও নেই। একজন বয়স্ক নাগরিক হিসেবে বলছি। আমাদের যে অর্জন শুরু হয়েছে, এটাকে ধরে রাখার জন্য, সংহত করার জন্য। এজন্য প্রয়োজন হবে সামাজিক ঐক্য, দৃঢ় বিশ্বাস, আস্থা এবং নেতৃত্ব। যে নেতৃত্ব এরই মধ্যে স্বীকৃত হয়েছে সারাবিশ্বে। সেই নেতৃত্বকে সহায়তা দেওয়া, বিবেচনা করা, স্নেহ করা; সেটা আমি আপনাদের কাছে আশা করতে পারি।

দুই দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন কনফারেন্স ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইফাক), কনফেডারেশন অব এশিয়ান ফেডারেশন অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউন্ট্যান্টস (কাপা), ইউরোপিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড অডিটরস ফর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস, এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আফা), প্যান আফ্রিকান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (পাফা) প্রেসিডেন্ট ও নির্বাহী নেতারা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by