চট্টগ্রাম

রেডিওকুবির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২০ , ৭:০৭:১৩ প্রিন্ট সংস্করণ

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির অঙ্গ সংগঠন ও অনলাইন ভিত্তিক রেডিও প্লাটফর্ম ‘রেডিওকুবি’র ২০২০-২১ সালের জন্য এগারো সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় আইটি সোসাইটির সভাপতি মো: শিহাব উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কার্যনির্বাহী পরিষদের পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদও ঘোষণা করা হয়। নবগঠিত কার্যনির্বাহী পরিষদে কো- অর্ডিনেটর হিসাবে রয়েছেন নৃবিজ্ঞান একাদশ আবর্তনের শিক্ষার্থী আরজে সা’আদ ইবনে সাঈদ ও ফার্মেসি একাদশ আবর্তনের আরজে মুনতাহা মোহাম্মদ। ট্রেজারারের দায়িত্ব পেয়েছেন আরজে সৈয়দ মহিউদ্দিন আহমেদ (পরিসংখ্যান-১১)। আরজে শারমিন সুলতানা নিপা ( ফার্মেসী- ১১), আরজে রিহা জান্নাত ( পদার্থবিজ্ঞান-১১) এবং আরজে রায়হান আহমেদ ( অর্থনীতি- ১২) আছেন কনটেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে। টেকনিক্যাল টিমে আছেন অর্পিতা সাহা (আইসিটি-১২), শিহাব উদ্দিন হিমেল (সিএসই-১৪), জান্নাতুল ফেরদৌস (আইসিটি-১৪), হাসিবুল হোসাইন (সিএসই-১৪) এবং আব্দুল্লাহ আল রশিদ (সিএসই-১৪)। অপরদিকে পরিচালনা পরিষদ-২০২০-২১এ দায়িত্বরত থাকবেন মো: শিহাব উদ্দিন (আইটি সোসাইটি), ফারিদ মোস্তাকিম (কুবি ডিবেটিং সোসাইটি), অর্ক গোস্বামী (থিয়েটার কুবি), মৈয়ত্রী মনির সামিয়া (সাবেক কো-অর্ডিনেটর, রেডিওকুবি) এবং মোহাম্মদ রাশেদুল হাসান (আইটি সোসাইটি)।

আরও খবর

Sponsered content

Powered by