দেশজুড়ে

প্রধানমন্ত্রীর পক্ষে টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের এমপি নেজামুদ্দিন নদবি’র খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২০ মে ২০২০ , ৪:১১:৪২ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : দেশজুড়ে নভেল করোনা (কোভিড-১৯) ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় ঘরবন্দি অসহায়, দুস্থ ও কর্মহীন ৪০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র পক্ষে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য নেজাম উদ্দিন নদবি'র পাঠানো (চাল-১৮ কেজি, ডাল-২ কেজি, ছোলা-৩ কেজি, চিনি-৩ কেজি ও রান্নার তেল-২ লিটার) খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা আ.লীগ। মঙ্গলবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলার চৌরঙ্গী নতুন বাসস্ট্যান্ডে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জাহাঙ্গীর হোসেন, এমপি'র একান্ত সচিব আহমেদুল হক (বাবু), ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো.ফোরকান বিশ্বাস, সাতকানিয়া যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফজলে ইলাহী আরজু, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান (মিজান), গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ বনি, ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর মাঠ কর্মকর্তা মো.রাশেদুল আজাদ ও রবিউল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ত্রাণ কমিটির সদস্য মো.তরিকুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর মইনুল ইসলাম অপু প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কোটালীপাড়া উপজেলার ৬০০ পরিবারের মাঝেও একই ভাবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content