দেশজুড়ে

প্রাণ ফিরছে রংপুর নগরীর শ্যামাসুন্দরী খালের

  প্রতিনিধি ২ জুলাই ২০২১ , ৮:১৪:৪০ প্রিন্ট সংস্করণ

রংপুর ব্যুরো:

রংপুর নগরবাসির সুবিধার্থে জলাবদ্ধতা নিরসন ও এডিস মশার বংশ বিস্তাররোধে শ্যামাসুন্দরী খাল পরিস্কার পরিচ্ছন্ন কাজ শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। এ অভিযান শুরু হয়েছে গত সপ্তাহে । ১৬ কিলোমিটারের খালটির এ পর্যন্ত এক কিলোমিটার পরিস্কার হয়েছে। রসিক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, এই খালটি সম্পন্ন পরিস্কার পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত এ কাজ চলমান থাকবে।

সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মিজানুর রহমান মিজু বলেন, আমরা সিওবাজার কপাটিব্রিজ থেকে পরিস্কার পরিচ্ছন্ন কাজ শুরু করেছি।
উল্লেখ্য-১৮৯০ সালে তৎকালীন পৌরসভার চেয়ারম্যান ও ডিমলার রাজা জানকী বল¬ভ সেন নদীটি পুনঃখনন করে তাঁর মায়ের নামে নামকরণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by