দেশজুড়ে

ফজলি আম রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ দুই জেলারই

  প্রতিনিধি ২৪ মে ২০২২ , ৬:৫৫:০১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

ফজলি আমের জিআই স্বত্ব নিয়ে শুনানি শেষে ‘রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম’ হিসেবে নতুন করে ভৌগোলিক নির্দেশক (জিআই) ঘোষণা এল। মঙ্গলবার শুনানি শেষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের দপ্তর থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। আগামী রোববার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে। অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৬ অক্টোবর আমটির জিআই নাম হয় ‘রাজশাহীর ফজলি আম’। রাজশাহী ফল গবেষণাকেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহীকে এ স্বীকৃতি দেওয়া হয়। পরে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক তাদের ‘দ্য জিওগ্রাফিক্যাল ইনডিকেশন (জিআই)’-এর ১০ নম্বর জার্নালে নিবন্ধন ও সুরা আইন ২০১৩ এর ১২ ধারা অনুসারে তা প্রকাশ করে। ২০১৭ সালের ৯ মার্চ এই স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছিল।

কিন্তু চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে ফজলি আমকে চাঁপাইনবাবগঞ্জের দাবি করে এর বিরোধিতা করা হয়। এর পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তর এই শুনানির আয়োজন করে। আজ মঙ্গলবার রাজশাহীর পক্ষে শুনানিতে অংশ নেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দীন। আর চাঁপাইনবাবগঞ্জের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম। বেলা ১১টায় শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের সভাপতিত্বে এই শুনানি অনুষ্ঠিত হয়। বিকেলে সাড়ে চারটার পর এই রায় ঘোষণা করা হয়।

আরও খবর

Sponsered content