চট্টগ্রাম

ফটিকছড়িতে সনিই লড়বেন নৌকার হয়ে!

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৩ , ৬:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়িতে সনিই লড়বেন নৌকার হয়ে!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন নিয়ে ততই সামাজিক যোগাযোগমাধ্যেমে বাড়ছে গুজব। গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ আসনের নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে নির্বাচন থেকে সরে দাড়িয়ে সুপ্রিম পার্টির প্রার্থী সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীকে সমর্থন দিতে বলা হয়েছে এমনটা প্রচার হয়েছে। এর প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে মানুষের মাঝে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর বিকেলে ফটিকছড়ি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। 

এসময় তিনি বলেন আজকে প্রধানমন্ত্রী নিজে আমাদের সিনিয়র নেতাদের নিশ্চিত করেছেন। আমাদের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে নির্বাচনী কাজ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। এসময় তিনি নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে নৌকার পক্ষে আরো জোরালো শক্তি নিয়ে কাজ করার আহবান জানান।