প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৪ , ৭:০০:২১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের ফটিকছড়িতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২শত পরিবারকে পুনর্বাসনের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন।
শনিবার দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ড ও পুর্ব সুয়াবিল,সুন্দরপুর পাচঁ পুকুরিয়া, ভূজপুর, সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫ হাজার টাকা করে ২শত পরিবারকে নগদ ১০ লাখ টাকা প্রদান করা হয়।
অর্থ সহায়তাকালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, পরিচালক রোটারিয়ান জামাল উদ্দিন সিকদার, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসাইন, মোহাম্মাদ আসলাম এবং মোহাম্মদ আলী আকবর উপস্থিত ছিলেন।
তাছাড়া পূনর্বাসন খাতে আর্থিক সহায়তা প্রদানকালে পূর্ব সুয়াবিল যুব খেলোয়ার কল্যাণ সমিতি এবং গাউসিয়া কমিটি, ভুজপুর ইউনিয়ন সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন।