রংপুর

ফুলবাড়ীতে আইবিডব্লিউএফ এর ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪:১২:৫৬ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে আইবিডব্লিউএফ এর ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

(২৮ সেপ্টেম্বর) শনিবার, সন্ধ্যা সাড়ে ৭ টায় ফুলবাড়ী নিমতলামোড়ে অবস্থিত ক্যাফে অর্কিডে আয়োজিত ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠানে চৌধুরী মুহাম্মদ খয়রাত হোসাইন সামাদী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আই বি ডব্লিউ এফ রংপুর অঞ্চল ও দিনাজপুর জেলার দক্ষিণ সাংগঠনিক শাখার প্রধান উপদেষ্ঠা আনোরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আই বি ডব্লিউ এফ দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক শাখার সভাপতি আলমগীর হোসেন ও দিনাজপুর ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান উপদেষ্ঠা মওলানা হাবিবুর রহমান। এসময় ফুলবাড়ী সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদিরসহ উপজেলার সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ফুলবাড়ী উপজেলায় চৌধুরী মোহাম্মদ খয়রাত আলী বিপ্লবকে সভাপতি ও ডাক্তার সোলায়মান মন্ডলকে সাধারণ সম্পাদক করে একত্রিশ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়।

আরও খবর

Sponsered content