মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৪৬:৪৭ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে কি পরিনতি ভোগ করতে হয় ফ্যাসিস্ট হাসিনা তার জলন্ত প্রমাণ। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পরিনতি থেকে সকলকে শিক্ষা নিতে হবে।
বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫৫ তম সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক খোরশেদ আলমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো আবুল হোসেন, সহ-শ্রমবিষয়ক সম্পাদক, মো আব্দুল জলিল, গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নূরুল ইসলাম নূরু, ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জি: ফারুক হোসেন সম্রাট ও গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল প্রমুখ।
প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী তাঁর বক্তৃতায় বলেন, এই মুহূর্তে দেশের জনগণের চাওয়া একটি অবাদ জাতীয় সংসদ নির্বাচন। জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে। তাঁরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার অপেক্ষা করছে। পরে প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।