ময়মনসিংহ

বকশীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৪ , ৪:১৩:৫৭ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

জামালপু‌রের বকশীগ‌ঞ্জে সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলা‌দেশ জাতীয়তাবাদী ছাত্র দলের  বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে । 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উপ‌জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বিশাল এক‌টি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন ক‌রেন তারা। এসময় উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স,কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি শাহজাহান শাওনসহ আরো অনেকেই। 

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,  উপজেলা ছাত্র দলের যুগ্মআহ্বায়ক গাজী নয়ন, যুগ্মআহ্বায়ক আশরাফুল ইসলাম, পৌর ছাত্র দলের আহ্বায়ক মামুন, যুগ্মআহ্বায়ক রিয়াদুল হক, যুগ্ম আহ্বায়ক নাদিম, কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল,যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সৌরভ, যুগ্মআহ্বায়ক শাকিল মিয়া সহ ৭ ইউনিয়নের ছাত্র দলের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। 

আরও খবর

Sponsered content