ময়মনসিংহ

বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:২৯:২০ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বকশীগঞ্জ – শেরপুর সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান মিন্টু রৌমারি উপজেলার মিয়ারচর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে।

হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মনিরুজ্জামান মিন্টু বুধবার সকাল ৮টার দিকে মোটর সাইকেল যোগে শেরপুর যাওয়ার পথে চরকাউরিয়া মাষ্টার বাড়ী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনার স্থলেই মোটরসাইকেল আরোহী মনিরুজ্জামান মিন্টুর মৃত্যু হয়। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনার স্থরে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্থান্তর করে।

বকশীগঞ্জ হাইওয়ের থানার (ওসি) ইসতিয়াক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content