বরিশাল

কলাপাড়ায় আয়রণ ব্রীজ ভেঙ্গে আট গ্রামের মানুষের দুর্ভোগ

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২০ , ৮:১০:১৮ প্রিন্ট সংস্করণ

মো. আল-আমিন, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা-কুমিরমারা আয়রণ ব্রিজটি ভেঙ্গে দুর্ভোগে পড়েছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুমিরমারা, মজিদপুর, এলেমপুর, ফরিদগঞ্জ, বাইনতলা সহ আটটি গ্রামের মানুষ। এ গ্রামের সবজি দিয়ে উপজেলার সবজি চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী উপজেলার অধিকাংশ সবজির চাহিদা মিটিয়ে থাকে এখানকার কৃষকরা। কিন্তু হঠাৎ করে চলাচলের আয়রণ ব্রিজটি ভেঙ্গে গিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পরে। বয়স্ক সহ সাধারণ মানুষ চলাচলে পড়েছে চরম দুর্ভোগে। যাতায়াতের একমাত্র ভরসা এখন ডিঙ্গি নৌকা। নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাখিমারা কুমিরমারা যোগাযোগের প্রায় ৪৮৫ ফিট লম্বা এ আয়রণ ব্রিজ টি বুধবার রাত ১০ টার দিকে হঠাৎ করে ভেঙ্গে পরে। এতে করে যোগাযোগের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পরতে হয় আটটি গ্রামের প্রায় ৬ হাজার মানুষকে। ঝুঁকি নিয়ে এখন ডিঙ্গি নৌকা দিয়ে পার হতে হয় এখানকার মানুষ জনকে। সবজি চাষী নজরুল আকন জানান, আটটি গ্রাম থেকে প্রতিদিন পাখিমারা বাজারে বিশ টন সবজি আসে। কিন্তু ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় আমাদের নৌকায় করে আসতে হয়। হাকিম ফরাজী জানান, এ জনবহুল এলাকায় স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রী অনেক। ডিঙ্গি নৌকায় করে স্কুল মাদ্রাসায় যেতে দুপুর পর্যন্ত লেগে যাবে। এতে করে স্কুল মাদ্রাসা খুললে লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে। ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন মাহমুদ জানান, আয়রণ ব্রিজটি পানির নিচে তলিয়ে গেছে। ইউএনও মহোদয় ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অবহিত করেছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। যত তারাতারি সম্ভব তারা নির্মানের আশ্বাস দিয়েছে। কলাপাড়া সহকারী কমিশনার ভ‚মি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল জানান, মানুষের যাতে চলাচলের সমস্যা না হয়, আপাদত অন্তরবর্তীকালীন ব্যবস্থা করবো। উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে দ্রæত মেরামতের ব্যবস্থা করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by