ময়মনসিংহ

বকশীগঞ্জে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

  প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ৫:৩২:৩৭ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

“আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘ জীবি হউন” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৮ মে) সকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আজিজুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এম কে এইচ মুনিম,মেডিকেল অফিসার ডাঃ রিয়া সাহা, ডেন্টাল সার্জন ডাঃ নুজহাত আফ‌রিন,পরিসংখ্যানবিদ আব্বাস আলী, উপজেলা স্যানিটারী পরিদর্শক মোস্তফা কামাল টিটন প্রমুখ।

আলোচনা সভায় ডা. মুহাম্মদ আজিজুল হক বলেন, বাংলাদেশে উচ্চ রক্তচাপে আক্রান্ত ৩০ থেকে ৭৯ বছর বয়সী রোগীদের অর্ধেকেই জানেন না তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। আক্রান্ত ব্যক্তিদের ৫৫ শতাংশ পুরুষ ও ৪৬ শতাংশ নারী। উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের ৩৮ শতাংশ চিকিৎসা নিলেও ৬২ শতাংশ রোগী থাকছেন চিকিৎসার বাইরে। 

আরও খবর

Sponsered content