ময়মনসিংহ

বকশীগঞ্জ দলিল লেখক স‌মি‌তির সভাপতি-সম্পাদক-সাংগঠনিককে শোকজ

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৩ , ৭:০৫:০০ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জ দলিল লেখক স‌মি‌তির সভাপতি-সম্পাদক-সাংগঠনিককে শোকজ

জামালপুরের বকশীগঞ্জ সাব-রেজিস্ট্রারকে মানসিক ভার সাম্যহীন বলায় দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ মিয়া,সাধারন সম্পাদক সিরাজল হক ও সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান মুহাম্মদ তামিম।

সোমবার(২০ নভেম্বর) বিকালে বকশীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদককে কারণ দর্শানো নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সাব-রেজিস্টার আব্দুর রহমান মুহাম্মদ তামিম। আগামী পাঁচ দিনের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেছেন তিনি।

জানা যায়,গত ১৫ অক্টোবর বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার হিসাবে যোগদান করেন আব্দুর রহমান মুহাম্মদ তামিম। যোগদানের পর থেকেই সরকারের একজন রাজস্ব আহরনকারী কর্মকর্তা হিসাবে সরকারের মিশন ও ভিশন বাস্তবায়নে জনগণের হয়রানিমুক্ত সেবা প্রদানে কাজ শুরু করেন।কিন্তু কিছু সেবা গ্রহিতা সাব রেজিস্ট্রারের কাছে মৌখিক ভাবে অভিযোগ করেন দলিল লেখক সমিতির নামে তাদের কাছে সরকারি ফিসের বাহিরে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দলিল লেখকদের প্রথমে সতর্ক করেন নবাগত সাব রেজিস্ট্রার। সতর্ক করার পরও দলিল লেখকরা অতিরিক্ত টাকা আদায় করায় ৯ নভেম্বর দলিল লেখক সমিতির নামে সেবা গ্রহিতার নিকট হতে কোন প্রকার অতিরিক্ত ফি আদায় করা যাবে না মর্মে অফিস আদেশ জারি করেন সাব রেজিস্ট্রার। অফিস আদেশ জারির পর ১২ নভেম্বর দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারীর সমর্থনে সভাপতি ফিরোজ মিয়া ও সাধারন সম্পাদক সিরাজল হক স্বাক্ষরিত একটা রিজোলেশন পত্র ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয় সেখানে সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মুহাম্মদ তামীমকে মানসিক ভার সাম্যহীন আখ্যায়িত করা হয়।

এমন মানহানিকর অভিযোগের কারণে সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মুহাম্মদ তামীমের সামাজিকভাবে হয়রানি,অপমান ও অপাদস্থ করা হয়েছে।দলিল লেখক সমিতির এমন অসদাচরনের জন্য ভুক্তভোগী সাব রেজিস্ট্রার কেন তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও অন্যান্য আইনে মামলা করবেন না এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে এমন ঘৃনিত,অপমান জনক কাজ অবিহিত করে তাদের বিরুদ্ধে শান্তি মূলক ব্যবস্থা গ্রহনের সুপারিশ করবেন না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ সম্পর্কে দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ মিয়া জানান,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কাউকে সাময়িক ভাবে শোকজ করতেই পারেন। আমরা শোকজের যে নোটিশ পেয়েছি সেই নোটিশের প্রেক্ষিতে যথাযথ জবাব কর্তৃপক্ষকে প্রদান করবো।

আরও খবর

Sponsered content