ময়মনসিংহ

বকশীগঞ্জ পৌর মেয়রের পূজামন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ২:০০:৪৪ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান, বকশীগঞ্জ(জামালপুর):

জামালপুর বকশীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোববার সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর পূজা মন্ডপ পরিদর্শন,সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও তার ব্যক্তিগত তহবিল থেকে পৌর শহরের আওতাধীন ৭টি পূজা মন্ডপে প্রতিটিতে নগদ পাঁচ হাজার করে টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানের সময় উপজেলা যুবলীগের আহবায়ক শ্রী নেপাল চন্দ্র সাহা,বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সাহা, মহিলা কাউন্সিলর রহিমা বেগম,কাউন্সিলর হাসিবুর রহমান বাবুল, কাউন্সিলর হারুন অর রশিদ, মোঃ শাহিনুর রহমান, নির্মল চন্দ্র সাহা সহ বকশীগঞ্জ পৌর সেচ্ছা সেবক কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জে পৌর শহরে এ বছর ৬টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। মদকপাড়া সংঘ,উওর বাজার যুব সংঘ, মধ্যেবাজার শীলবাড়ী সংঘ,সীমারপাড়া যুব সংঘ, সুনীল সরকার বাড়ী সংঘ ও ঝংকার সিনেমা হল সংঘ।

আরও খবর

Sponsered content