খুলনা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২০ , ৪:৪৮:৫৭ প্রিন্ট সংস্করণ

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট প্রতিনিধি :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে যোর্থ আয়োজনে মানববন্ধন করেছে বাগেরহাট, বাগেরহাট-রুপসা, রুপসা – বাগেরহাট মহিষপুরা-খুলনা, পিরোজপুর জেলা আন্ত জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস মালিক ও শ্রমিক সমিতি।

শনিবার (১৯ডিসেম্বর) সকালে বাগেরহাট কেন্দ্রীয় বাস টামিলালের সামনে ঘন্টাব্যাপি মাবনববন্ধন বক্তব্য রাখেন, বাগেরহাট বাস মালিক ও শ্রমিক সমিতির নেতা সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, নিখিল চন্দ্র মুখার্জী, নকীব নজিবুল হক নজু, মোল্লা আব্দুস সামাদ, কমলেশ দাশ, সহদেব দাশ, স্বপন কুমার দাশ, সহ- সভাপতি আসলাম বিশ^াস লিটু,মাসুম মোল্লা প্রমুখ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, একাত্তরের বিরোধী শক্তি, যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তাদের প্রেতাত্মারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে এবং রাতের অন্ধকারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুর করেছে। যদি আর কোনো জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য কেউ ভাঙার চেষ্টা করে, আমরা বসে থাকব না। তার উপযুক্ত দাঁতভাঙা জবাব দেব। শেখ মুজিবুরের সোনার বাংলায় মৌলবাদ ও জঙ্গিবাদের স্থান নেই।

আরও খবর

Sponsered content

Powered by