প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:১৯:২৬ প্রিন্ট সংস্করণ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে। জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো স্টেডিয়ামের নাম বদল করলো অন্তর্বর্তীকালীন সরকার।
প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামকরণ জাতীয় স্টেডিয়াম, ঢাকা করার নির্দেশনা দিয়ে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরূপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।
প্রজ্ঞাপনের অনুলিপি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক, স্টেডিয়ামের প্রশাসক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে।
১৯৫৪ সালে এটি ঢাকা স্টেডিয়াম নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু রাখা হয়েছিলো।