দেশজুড়ে

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া ১৩ জেলে উদ্ধার

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৫৭:৪৭ প্রিন্ট সংস্করণ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া ১৩ জেলে উদ্ধার

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি ফিশিংবোট ডুবে গেছে। ডুবে যাওয়া বোটের ভাসমান ১৩ জেলেকে অন্য বোটের জেলেরা উদ্ধার করে দুবলার আলোরকোলে নিয়ে এসেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে সাগরের বঙ্গবন্ধু চরের দক্ষিণে গভীর সাগরে এ বোট ডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ফিশিংবোট “এফবি রাজা-১” এর মালিক পিরোজপুর সদরের মো. রাজা শেখ বুধবার দুপুরে মোবাইল ফোনে বলেন, তার মালিকানাধীন ফিশিংবোটের জেলেরা সাগরে ঝড়ের কবলে পড়ে উপকূলে ফিরে আসার পথে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাগরের বঙ্গবন্ধু চরের দক্ষিণে গভীর সাগরে ফিশিংবোটটি ডুবে যায়।

ডুবে যাওয়া বোটের ১৩জন জেলে সাগরে ভাসতে থাকে। এসময় “এফবি হাবিবা” নামে একটি ট্রলারের জেলেরা ভাসমান ১৩ জেলেকে উদ্ধার করে। রাত ১২টার দিকে উদ্ধার হওয়া জেলেদের দুবলার আলোরকোলে নিয়ে আসা হয়েছে বলে ফিশিংবোট মালিক জানিয়েছেন।

জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, সাগরে ফিশিংবোট ডুবি এবং জেলে উদ্ধারের কোন খবর তার জানা নেই।

আরও খবর

Sponsered content