প্রতিনিধি ৪ আগস্ট ২০২১ , ৭:২৭:২৮ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মৃত ১৭ জনের পরিবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দাফনে এ সহায়তা দেওয়া হচ্ছে। শিবগঞ্জ উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে ১৭ জন নিহতের ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই দূর্ঘটনায় হতভম্ব হয়েছেন জেলার সর্বস্থরের মানুষ। আরো হতভম্ব হয়েছেন জেলা ও উপজেলা প্রশাসনগণ এবং জনপ্রতিনিধিগণ। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্ম নদীর দক্ষিণপাঁকা ঘাটে এই ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের ২০/২৫জন মানুষ নৌকাযোগে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মো. হোসেন আলীর মেয়ের বৌ ভাতের অনুষ্ঠানে আসছিলেন। পথে বৃষ্টি শুরু হলে দক্ষিণপাঁকা ঘাট এলাকায় নৌকা থেকে নেমে ঘাটের ঘরে আশ্রয় নেন। এসময় বজ্রপাত ঘটলে ঘাটের ঘরের মধ্যে থাকা দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রফিক উদ্দিন(৪২) ও সুন্দরপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নাম না জানা ১৬জনসহ ১৭জন মারা যান।