রাজশাহী

পোরশায় ১৯ বাড়ি সহ ২০ হেক্টর আউশ ধান তলিয়ে গেছে

  প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৭:৫৮:৫২ প্রিন্ট সংস্করণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: প্রবল বর্ষনে পূনর্ভবা নদির পানি বৃদ্ধি পাওয়ায় গত দু’দিনে নওগাঁর পোরশার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার নিতপুর ইউনিয়নের জেলেপাড়ার কমপক্ষে ১৯টি বাড়িতে পানি প্রবেশ করেছে। এসব বাড়িতে বসবাসরত পরিবারের লোকজন স্থানীয় নিতপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। তলিয়ে গেছে প্রায় ২০ হেক্টর (প্রায় ১৫০বিঘা) আউশ ধান। প্লাবিত এলাকা পরিদর্শন করে এসে পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সাংবাদিকদের এ তথ্যগুলি জানান। তারা জানান, প্রবল বৃষ্টির কারনে নিতপুর ইউনিয়নের জেলেপাড়ার ১৯টি বাড়িতে পানি প্রবেশ করেছে এবং ১৪০বিঘা জমির আউশ ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ৫ হেক্টর জমির আউশ ধান একেবারে নষ্ট হয়ে যাবে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। এছাড়াও মশিদপুর ইউনিয়ন সহ বেশ কিছু এলাকায় বৃষ্টির পানিতে সদ্য লাগানো আমন ধান ডুবে গেছে। বৃষ্টি না হলে হয়তো আজকের মধ্যে জমির পানি মুল নদিতে নেমে যাবে। তবে আরও বৃষ্টি হলে পানি বৃদ্ধি পেলে ফসলি জমি সহ আরও বাড়ি তলিয়ে যাবে বলে তারা আশংকা প্রকাশ করেছেন। এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং প্রশাসনিকভাবে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে ও বন্যা কবলিত লোকজনকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে তারা জানান।

আরও খবর

Sponsered content

Powered by