প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৪ , ৩:৩৪:০৫ প্রিন্ট সংস্করণ
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে। সোমবার রাত ১১টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার মাঝগাঁও সুতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আলাউদ্দিন মণ্ডল (৬৫)। সে রাজশাহীর সদর উপজেলার সুলতানগঞ্জ গ্রামের মৃত এরিয়া মণ্ডলের ছেলে। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বনপাড়ার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস নামে যাত্রীবাহি বাসটি সুতিরপাড় এলাকায় পৌঁছালে নাটোর থেকে ঢাকাগামী আরপি পরিবহনের অপর যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।