দেশজুড়ে

বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৪ , ৪:০৯:৪২ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় জামিলউদ্দিন শেখ (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয় আরোহী (চালক) মোহাম্মদ রাজু (৩৭)।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার থানার মোড় বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিল উপজেলার বড়াইগ্রাম পশ্চিম পাড়ার মৃত আলিমউদ্দিনের ছেলে এবং আহত রাজু বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল বাজারের আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফিডার সড়কে সুজুকী ফিজার মোটরসাইকেলটি অতিরিক্ত গতি নিয়ে বনপাড়া অভিমুখে চালিয়ে যাচ্ছিলেন আরোহী। থানার মোড়ে পৌঁছালে সেখানে পথচারী জামিলকে ধাক্কা দেওয়ার পর আরোহী রাজুও সড়কে পড়ে যায়। এতে উভয়েই গুরুতর আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

সেখানে চিকিৎসক পথচারী জামিলকে মৃত ঘোষণা করেন এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরোহী রাজুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content