দেশজুড়ে

বড়াইগ্রাম পৌর কাউন্সিলর লিটন কারাগারে

  প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:৪২:১৭ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রাম পৌর কাউন্সিলর লিটন কারাগারে

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান লিটন (৩৮) কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর শহরের মৌখাড়াস্থ নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

পরে গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। একই এলাকার জমি সংক্রান্ত বিরোধ ও মারপিট করার অভিযোগে তার বিরুদ্ধে লাকী খাতুন নামে এক নারী বাদী হয়ে মামলা দায়ের করে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাউন্সিলর লিটন পৌর শহরের মৌখাড়া এলাকার আজিজুর রহমান আকন্দের ছেলে।

দুই দিন আগে মৌখাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে লাকী খাতুন নামে এক নারীকে ওই কাউন্সিলর মারধর করেন। পরে থানায় মামলা দায়ের করার পর তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও খবর

Sponsered content