রাজশাহী

আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২১ , ৯:০২:২৯ প্রিন্ট সংস্করণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

 

বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামে মঞ্জু হোসেন নামের এক মাছ ব্যবসায়ির প্রায় পাঁচ বিঘা আয়তনের পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক দুই লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোন এক সময় এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে। মঞ্জুর হোসেনের বাড়ি উপজেলার ছোট আখিড়া গ্রামে ।

মঞ্জুর হোসেন জানান, তিনি দমদমা গ্রামের চৌধুরী পুকুর তিন বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন। পুকুরে রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতি মাছ ছিল। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করলে সমস্ত মাছ মরে ভেসে উঠে। পরে লোকজন তাকে সংবাদ দিলে তিনি এসে মাছ মরে যাওয়ার এই দৃশ্য দেখেন। তিনি দাবি করেন মরে যাওয়া মাছের মুল্য প্রায় দুই লাখ টাকা । তিনি বলেন, এ ঘটনায় আদমদীঘি থানায় অভিযোগ দায়ের করবেন।

 

আরও খবর

Sponsered content

Powered by