চট্টগ্রাম

বন্ধন লিও ক্লাব- ব্ল্যাক বেরির উদ্যোগে ইসলামী কুইজ প্রতিযোগিতা

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০৯:৪৬ প্রিন্ট সংস্করণ

বন্ধন লিও ক্লাব- ব্ল্যাক বেরির উদ্যোগে ইসলামী কুইজ প্রতিযোগিতা

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধন এবং স্থানীয় সামাজিক সংগঠন ব্ল্যাক বেরি বয়েজ ক্লাবের উদ্যোগে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হাজীপাড়াস্থ ফয়জানে মদিনাতুল আউলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের এডভাইজার লায়ন আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, লায়ন মো. পারভেজ, ফয়জানে মদিনাতুল আউলিয়া মাদ্রাসার হাফেজ আব্দুল আলম মানিক।

বন্ধন লিও ক্লাবের সভাপতি লিও নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী লিও নাঈম উদ্দিন শাফায়াতের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের ট্রেজারার লিও এনামুল হক জুয়েল, লিও সজীব, লিও আল আমিন, লিও লিপি, লিও সাবিক। সহ আয়োজক ব্লাক বেরি বয়েজ ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ওয়াসিম হোসেন, সৈকত, তুহিন, মান্না, ফয়সাল, আল-আমীন, তানিম, মাহিন আহম্মেদ।

আরও খবর

Sponsered content