ঢাকা

গোপালগঞ্জে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৪ , ৬:৪১:২০ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচনী আসন-২১৬ গোপালগঞ্জ-২ এর গোপালগঞ্জ সদর উপজেলা অংশের ভোটগ্রহণ কর্মকর্তাগণের (প্রিজাইডিং অফিসার) দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম। 

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, (গোপালগঞ্জ -০২ আসন) মহসিন উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব ও উপ প্রকল্প পরিচালক, নির্বাচন কমিশন সচিবালয় মোঃ রুহুল আমিন মল্লিক এবং জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা।

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফ হোসেন, রন্টি পোদ্দার সহ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by