ঢাকা

বরইহাট দেশ ও প্রবাসী যুব ঐক্য  পরিষদ” এর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৪ , ৭:৪৪:১০ প্রিন্ট সংস্করণ

বরইহাট দেশ ও প্রবাসী যুব ঐক্য পরিষদ'' এর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাট গ্রামে গড়ে উঠেছে একটি অরাজনৈতিক, মানবিক সংগঠন

বরইহাট দেশ ও প্রবাসী যুব ঐক্য  পরিষদ। বর্তমানে এই সংগঠনটি এলাকাভিত্তিক হলেও পর্যায়ক্রমে সংগঠনটির কার্য পরিধি বৃদ্ধি করা হতে পারে। 

বরইহাট দেশ ও প্রবাসী যুব ঐক্য  পরিষদ প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো করেছে 

১. বড়ইহাট বাজার রাস্তা সংস্কার করন। ২. বরইহাট গৌরাঙ্গভিটায় যাতায়াতের জন্য বাঁশের সাঁকো  নির্মাণের কাজ (চলমান)। ৩. বরইহাট গ্রামে একটি গোরস্থান নির্মাণের কাজ চলমান রয়েছে। ৪. বরইহাট মহিলা মাদ্রাসায় ওয়াজ এর জন্য ১০,৫০০ টাকা অনুদান প্রদান করা হবে। ৫.বরইহাট পূর্বপাড়ার মোঃ রহমান শেখ এর ঘর পোড়ার  অনুদান ৪০,০০০/- টাকা প্রদান করা হবে। ৬. বরইহাট খাড়াপাড়ার মসজিদের সংস্কারের জন্য ৫,০০০/- টাকা অনুদান প্রদান করা হবে।

বরইহাট দেশ ও প্রবাসী যুব ঐক্য  পরিষদ মানবিক যে কাজ করে থাকে তার অর্থ যোগান দিচ্ছেন দেশ এবং প্রবাসে যারা রয়েছেন। এই সংগঠনটি অনেকদূর এগিয়ে যাবে। সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনটির স্বপ্নদ্রষ্টারা।

আরও খবর

Sponsered content