আইন-আদালত

জি কে শামীমের ৩শ’ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২০ , ৪:৪৩:৪৪ প্রিন্ট সংস্করণ

ছবি: ফাইল ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

জি কে শামীমের প্রায় ৩শ’ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। মঙ্গলবার (২২ ডিসেম্বর) তদন্ত শেষে এ অনুমোদন দেওয়ার কথা জানানো হয়।

গত বছরের শুদ্ধি অভিযানে ২০ সেপ্টেম্বর গ্রেফতার হন যুবলীগের কথিত নেতা ও ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম। সে সময় অস্ত্র মদক ও অর্থ পাচার আইনে মামলা করে র‌্যাব। নিজেকে যুবলীগ নেতা দাবি করে সরকারি প্রভাবশালী ঠিকাদার বনে যান জি কে শামীম।

শামীমের প্রতিষ্ঠান জিকেবি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড এককভাবে গণপূর্তের ১৩টি ও যৌথভাবে আরও ৪২টি প্রকল্পের মোট ৪ হাজার ৬৪২ কোটি ২০ লাখ টাকার কাজ করেন। এক দশকে ১০ হাজর কোটি টাকার কাজ করলেও সে অর্থ আয়কর নথিতে অনুপস্থিত।

শামীমের সম্পদের তদন্তে দেখা যায়, জি কে শামীম ২০১৮–১৯ করবর্ষে  ৪০ কোটি ২১ লাখ ৪০ হাজার ৭৪৪ টাকা দেখালেও ৫০ কোটি টাকা অর্জনের বৈধ উৎস খুঁজে পাওয়া যায় নি। অস্থাবর সম্পদের ৩৮ কোটি দেখালেও কোম্পনিতে বিনিয়োগ, এফডিআর ও গাড়ি কেনা বাবদ ৩৬ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৭১৯ টাকার কোনো বৈধ উৎস নিখোঁজ কাগজে কলমে।

এছাড়া তার কার্যালয়ে পাওয়া ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা এবং ৭ লাখ ৪৭ হাজার টাকার সমপরিমাণ মার্কিন ডলারের কোনো উৎস নেই। সব মিলিয়ে তদন্ত শেষে আজ জি কে শামীমের প্রায় ৩শ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন দেয় দুদক।

শুধু তাই নয়, মা আয়েশা আক্তারকে জিকেবি অ্যান্ড কোম্পানির ২০ শতাংশের মালিক দেখান। মায়ের নামে ১৬৫ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার এফডিআর করে নিজের সম্পদের বৈধতা দেয়ার চেষ্টা করেন শামীম।

অন্যদিকে আজ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া দম্পতির দ্বীতিয় দিনের জিজ্ঞাসাবাদ করেছেন দুদকের তদন্ত দল। শত কোটি টাকার মালিক স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আবদুল মালেকের স্ত্রী নারগিস বেগমকে অবৈধ সম্পদের অভিযোগে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by