প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩২:২৫ প্রিন্ট সংস্করণ
বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ শুদ্ধাচার পুরস্কার-২০২০ গ্রহণ করেছেন। পুরস্কার হিসেবে তিনি ১মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সনদপত্র এবং ক্রেস্ট লাভ করেন। বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের নিকট থেকে এই পুরস্কার গ্রহণ করেন। তিনি পুরস্কৃত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, তারা বলেন স্যারের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের। উল্লেখ্য যে, জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে গত এক বছরে তিনি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা, বরগুনা জেলার শিক্ষা বিস্তার, তথ্য প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন, বরগুনার ইকো-ট্যুরিজমের বিকাশ এবং বরগুনার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিরন্তর কাজ করেছেন। ফলশ্রæতিতে তিনি শুদ্ধাচার পুরস্কার ২০২০ লাভ করেন। এই স্বীকৃতির জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী, সরকার, বিভাগীয় কমিশনার এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।