দেশজুড়ে

বরিশালে সাংবাদিকদের জন্য পিপিই বিতরণ

  প্রতিনিধি ৪ মে ২০২০ , ৭:১৯:৪৯ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে সোমবার সকালে শিল্পপতি আব্দুল আউয়াল হোসেন এবং ব্যবসায়ী মোহাম্মদ হাসান নকীবের ব্যক্তিগত অর্থায়নে পেশাজীবী সাংবাদিকদের জন্য পিপিই বিতরণ করা হয়

দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরার হাতে সাংবাদিকদের জন্য উদ্যোক্তাদের দেয়া পিপিই তুলে দিয়েছেন কেএমটিভি বাংলা অনলাইনের পরিচালক মোছাদ্দেক হাওলাদার

শিল্পপতি আব্দুল আউয়াল হোসেন ইতোমধ্যে ব্যক্তিগত অর্থায়নে তার নিজ এলাকা কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পাঁচ শতাধিক কর্মহীন পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন তরুন সমাজ সেবক মোহাম্মদ হাসান নকীব বলেন, করোনা পরিস্থিতিতে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে সঠিক খবরগুলো পাচ্ছে সেই উপলব্ধী থেকে তাদের জন্য পিপিই বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে

আরও খবর

Sponsered content