বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করতে ঢাকা আসছেন জন কেরি

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২১ , ৯:১৪:২৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী ৯ এপ্রিল ঢাকা আসছেন।  জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করতে দেশটির প্রেসিডেন্টের বিশেষ বার্তা নিয়ে ঢাকা আসবেন তিনি। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিতে থাকা দেশ বাংলাদেশের সাথে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।  বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনায় সব সময় সামনের সারিতে থাকে ঢাকা।  আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে জলবায়ু শীর্ষ সম্মেলন।  এ সম্মেলনের আগে অগ্রাধিকারের বিষয়বস্তু ঠিক করতে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ এ দূত।

তার সফরসূচি এখনো চূড়ান্ত করা হয়নি।  ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এ আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে প্রতি বছর ১০ হাজার কোটি ডলারের বৈশ্বিক তহবিল গঠন করার জন্য আহ্বান জানানো হবে।

আরও খবর

Sponsered content

Powered by