দেশজুড়ে

বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল আমিন খান পাঠানকে শ্রদ্ধাভরে স্মরণ 

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২১ , ৬:৪০:৩২ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ময়মনসিংহের  গৌরীপুর উপজেলার গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ ও শাহগঞ্জ কলেজসহ গৌরীপুরের অনেক প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা গৌরীপুরের  কৃতিসন্তান, সাবেক স্বাস্থ্য উপ মন্ত্রী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মরহুম নুরুল আমিন খান পাঠানের ২১ তম  মৃত্যুবার্ষিকী পালন  করা হয়েছে। এ উপলক্ষে উনার প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
গৌরীপুর  মহিলা ডিগ্রি  কলেজ  কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করেন অধ্যক্ষ মো. রুহুল আমিন, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল আউয়াল খান, সহকারী অধ্যাপক রণজিৎ কুমার রায়, নুরুল আমিন খান উচ্চবিদ্যালয়ের প্রাক্তন  প্রধান শিক্ষক আব্দুল হাই খান পাঠান, গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর প্রমুখ।
স্মৃতিচারণ শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অপরদিকে শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা ও দোয়া মাহফিলে অধ্যক্ষ সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে উনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন  ।

আরও খবর

Sponsered content