প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৪ , ৩:৪৬:০২ প্রিন্ট সংস্করণ
গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী উপজেলায় অবৈধভাবে টিলা থেকে মাটি কাটা ও ট্রাকে বহন করে নিয়ে যাওয়ার অপরাধে মো. ওবায়েদুর ও আব্দুল মালেক নামের দুইজনকে হাতেনাতে গ্রেফতার পূর্বক পাঁচ লক্ষ টাকা জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে আরো একমাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের বটতল নামক এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। একই সাথে পৃথক অভিযানে খানখানাবাদ ইউনিয়নের ঈশ্বর বাবুর হাট রায়ছটা বরফকল সংলগ্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে বালু পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দপূর্বক পুলিশের জিম্মায় রাখা হয়। অভিযানের খবর পেয়ে আগে থেকেই অপরাধীরা পালিয়ে যায়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন অভিযান শেষে সাংবাদিকদের বলেন, ‘বৈলছড়ি এলাকায় টিলা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুইজনকে পাঁচ লক্ষ টাকা জরিমানা, তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে খানখানাবাদে অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দপূর্বক পুলিশের জিম্মায় প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।