রাজশাহী

শিবগঞ্জে ইউএনও’র অভিযানে জরিমানা, বিদ্যালয়ে তালা

  প্রতিনিধি ২৪ জুন ২০২১ , ৭:১১:০৮ প্রিন্ট সংস্করণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :

কোভিড-১৯ এর কারণে সারাদেশে সরকারিভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষনা প্রদান করেন। সরকারি নিময় নীতি উপেক্ষা করে বিদ্যালয় পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসার।

জানা যায়, কোভিড-১৯ এর কারণে সারাদেশের সরকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা থাকা সত্তে¡ও শিবগঞ্জ উপজেলা চন্ডিহারা বাজারে অবস্থিত আলোর মেলা কেজি স্কুল কর্তৃপক্ষ সরকারি নিময় নীতি উপেক্ষা করে সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত স্কুল পরিচালনা করে আসছেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা জানতে পেরে তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উক্ত বিদ্যালয়ে অভিযান চালান। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা তাৎক্ষণিক প্রতিষ্ঠানের পরিচালক দুলালুর রহমানের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারি বিধিনিষেধ উপক্ষে করে কোমল মতি শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বিদ্যালয় পরিচালনা করায় এবং স্বাস্থ্যবিধি না মেনে বিদ্যালয় পরিচালনা করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by