চট্টগ্রাম

বাঁশখালীতে কবরস্থান পরিষ্কারের নামে বৃক্ষ নিধনের অভিযোগ 

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৪ , ৫:৫৯:৩৭ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে কবরস্থান পরিষ্কারের নামে বৃক্ষ নিধনের অভিযোগ 

বাঁশখালীতে কবরস্থান পরিষ্কারের নামে অর্ধ শতাধিক বৃক্ষ নিধনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ নভেম্বর) উপজেলার কালীপুর ইউপির পূর্ব পালেগ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সূত্রে জানা যায়, বাঁশখালীর কালীপুর ইউপির পূর্ব পালেগ্রামের ৮ গন্ডা জায়গায় একটি পুরাতন কবরস্থান রয়েছে। এর পাশে সলিম উল্লাহ ও মো. ইয়াছিনসহ পাঁচ জন ব্যক্তি মালিকানাধীন জায়গা রয়েছে। প্রায় অর্ধশত বছর আগে থেকে বন্দোবস্তিমূলে স্থানীয়রা ওই জায়গায় ফলজ ও বনজ গাছের বাগান গড়ে আসছে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সুযোগ নিয়ে স্থানীয় একটি পক্ষ কবরস্থান পরিষ্কারের নামে ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে ত্রিশ, চল্লিশ বছর আগের পরিণত বৃক্ষ নিধন করে ফেলছে। এর আগেও গত সপ্তাহেও তারা এই বাগান থেকে বৃক্ষ নিধন করেছে বলে জানা গেছে। এই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে মীমাংসার কথা থাকলেও চক্রটি এখনও বৃক্ষ নিধনের কাজ অব্যাহত রেখেছে বলে অভিযোগ। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সাথেও তারা খারাপ আচরণ করেছে বলে জানা গেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সলিম উল্লাহ ও অন্যান্য মালিকরা। 

বাঁশখালী থানার এসআই পেয়ার আহম্মদ জানান, অভিযোগ পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে যাই। কিন্তু তারা না বুঝে পুলিশের  সাথে খারাপ আচরণ করেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টা সমাধান করতে উভয়পক্ষকে বলা হয়েছে। 

বন বিভাগের কালীপুর বিট কর্মকর্তা মিন্টু কুমার দে বলেন, কবরস্থান পরিষ্কারের নামে  অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ শুনেছি। আমি অফিসের কাজে বাঁশখালীর বাইরে আছি। বাঁশখালী ফিরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content