চট্টগ্রাম

বাঁশখালীতে ক্লুলেস হত্যাকান্ড, যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৪ , ৫:৩২:৩০ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে ক্লুলেস হত্যাকান্ড, যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

চট্টগ্রামের বাঁশখালীতে রক্তাক্ত অবস্থায় মো. ফোরকান (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ। উদ্ধারকালে ওই যুবকের গলায় লিলাফুলা (হালকা আঘাতের চিহ্ন) দেখা গেছে। এ সময় নিহতের জিহবা থেকে রক্ত ঝরছিল। কে বা কারা মেরে ফেলে গেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার।

রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় পুলিশ খবর পেয়ে উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব বৈলগাঁও গোয়াজর পাড়া এলাকায় নিহতের মামার বাড়ির পিছনের দরজার কাছেই পড়ে থাকা লাশটি উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ। উদ্ধারকালে এ সময় ঘটনাস্থল পরিদর্শনে ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।

নিহত ওই যুবক একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম বৈলগাঁও হাজির পাড়া ফজর আলী তালুকদার বাড়ির মৃত মুহাম্মদ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ‘নিহত ওই যুবকের পরনে ছিল হাফ হাতা গেঞ্জি ও প্যান্ট। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মামা ইদ্রিস প্রবাসে আছেন। মামার বাড়িতে নিহতের আরেক খালাতো ভাই থাকতেন। মামার বাড়ির পেছনের দরোজার কাছে ফোরকানের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান,’ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে মারধর করে ফেলে চলে যায়। ঘটনার প্রকৃত রহস্য এখনো জানা যায়নি। তবে, পুলিশ ঘটনার পেছনের রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানান ওই কর্মকর্তা।

তিনি আরো জানান, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক প্রেরণ করা হয়েছে। এই সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content