চট্টগ্রাম

বাঁশখালীতে গাঁজা, নগদ টাকাসহ নারী মাদক কারবারি আটক

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৪ , ৩:৩৩:৩১ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে গাঁজা, নগদ টাকাসহ নারী মাদককারবারী আটক

গাঁজা ও নগদ টাকাসহ রুবি আক্তার (৫০) নামে এক নারী মাকদ কারবারিকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশের চৌকস একটি টিম। ওই সময় আটককৃত নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ কেজী গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭০ হাজার ৪শ ৯০ টাকা উদ্ধার করেছে।

আটককৃত মাদক কারবারি রুবি আক্তার বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত রেজাউল করিমের স্ত্রী।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মিয়ার বাজারস্থ শহিদ ইউসূফ শপিং কমপ্লেক্সের ভিতরে অভিযান পরিচালনা করে ওই মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশ। মাদক আইনে বাঁশখালী থানায় ওই কারবারির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘গোপন সংবাদে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে গাঁজাসহ নগদ টাকা উদ্ধার পূর্বক ওই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

তিনি আরো জানান, ‘মাদক নির্মূলে বাঁশখালী থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content