চট্টগ্রাম

বাঁশখালীতে ছাত্রদের মিছিলে হামলা, দুই হাসপাতালে ভাংচুর লুটপাট

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৮:৩২:৫০ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে ছাত্রদের মিছিলে হামলা, দুই হাসপাতালে ভাংচুর লুটপাট

বাঁশখালীর চাম্বল বাজার থেকে শেখেরখীল রাস্তার মাথায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের হামলায় সাধারণ ছাত্রদের মিছিল ছত্রভঙ্গের ঘটনা ঘটে।

রোববার (৪ আগস্ট) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। শেখেরখীল রাস্তার মাথা থেকে সাধারণ ছাত্রদের একটা মিছিল আসলে এসময় পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগের যৌথ হামলায় সাধারণ ছাত্রদের মধ্যে ২০-২৫ জন আহত হয়।

আহতদের অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়। ঘটনার পরপরই এ সময় চাম্বল জেনারেল হাসপাতালে আওয়ামী-যুবলীগ-ছাত্রলীগের লোকজন হামলা চালায়। তাদের হামলায় হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট লাতিকুর রহমান গুরুতর আহত হয়।

এক সময় হাসপাতালের স্টাফ, নার্স, ডাক্তারসহ সকলে প্রাণে বাঁচিয়ে পালিয়ে যায়। হাসপাতালের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ‘সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের স্টাফদের গুরুতর আঘাত করে।

হাসপাতাল ভাংচুর ও ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়। একই সময়ে চাম্বল ন্যাশনাল হাসপাতালেও ভাংচুর চালায় তারা।

আরও খবর

Sponsered content