প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৪ , ৩:৩৩:০৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে নাজিফা সোলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারা যাওয়া শিশু শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের নুর উদ্দিন সিকদার বাড়ীর খোরশেদুল আলমের কন্যা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল নয়টার দিকে বাড়ির পাশে সামনের পুকুরে পড়ে যায় শিশু নাজিফা। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শীলকূপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী।
মারা যাওয়া শিশুর পিতা খোরশেদুল আলম বলেন, ‘আমাদের অগোচরে বাড়ীর সামনের পুকুরে পড়ে যায় নাজিফা। পরে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখে তার মা। আমার মেয়েকে পুকুর থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে আসি। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।