চট্টগ্রাম

বাঁশখালীতে পূজা উদযাপন পরিষদের সাথে বিএনপির মতবিনিময় 

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২৪ , ৪:১৮:৫৪ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে পূজা উদযাপন পরিষদের সাথে বিএনপির মতবিনিময় 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাঁশখালী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা ও পৌরসভা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাঁশখালী পৌরসভা বিএনপির আহবায়ক রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল। দক্ষিণ জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী মানিকের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মাস্টার লোকমান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নাছির উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল কাদের, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মহসিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কুমার দাশ, সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ, সহ-সভাপতি স্বপন দাশ, অধ্যাপক বাবুল কান্তি দেব, রাজীব গুহ, নির্মল রুদ্র, অ্যাডভোকেট শওকত ওসমান, সাবেক মেম্বার আবু মুছা, মাওলানা আনিস, শীলকূপ ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. ইউনুস, আকতার ফারুক, জাহেদ চৌধুরী, সাবেক মেম্বার আবদুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল কাইচার বাদশা, ছাত্রনেতা আব্দুস ছবুর, ফরহাদুল ইসলাম প্রমুখ।

আরও খবর

Sponsered content