দেশজুড়ে

চাটমোহরে দুর্যোগে আলোর গেরিলা কার্যক্রম

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৭:১১:১৭ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ইতিমধ্যে করোনা রোগী শনাক্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপজেলা জুড়ে। এমন অবস্থার মধ্যে গ্রাহকসেবা নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে এলাকায় অবিরাম কাজ করে যাচ্ছে পল্লী বিদ্যুৎ কর্মীরা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের  নির্দেশনা অনুযায়ী সারাদেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে একযোগে  পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ শুরু হয়েছে ‘দুর্যোগে আলোর গেরিলা’ কর্মসূচি। বৈশ্বিক মহামারী হিসেবে আবির্ভুত কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ, গ্রীষ্মের তাপদাহ, মাহে রমজান এবং কাল বৈশাখী ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাট দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য ‘সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল’ মূলমন্ত্র ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে গত ১৮ এপ্রিল থেকে ‘দুর্যোগে আলোর গেরিলা’ কর্মসূচির উদ্বোধন করেছেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.) এবং একযোগে সকল পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মসূচিটি পরিচালনার জন্য জেনারেল ম্যানেজারগণকে নির্দেশ প্রদান করেছেন। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাশফিকুল হাসান জানান, পাবনা জেলার চাটমোহর, আটঘরিয়া, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার আংশিক এলাকাতে ৪৯৮৫.৫৭৫ কি. মি. বৈদ্যুতিক লাইনের মাধ্যমে সর্বমোট ৩ লাখ ২১ হাজার ২৫৫ জন গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩১ টি আলোর গেরিলা টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যে সমিতির ভৌগলিক এলাকার অধিকাংশ এলাকা কোভিড-১৯ করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে লক ডাউন ঘোষণা করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণ লকডাউনকৃত এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিবর্গের চিকিৎসা সেবা প্রদান, আইসোলেশন, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিবর্গের অবস্থান আরামদায়ক করতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সেচ কার্যক্রম নির্বিঘেœ পরিচালনা করা, শিক্ষার্থীদের লেখাপড়া এবং গ্রীষ্মের এ দিনে রোজাদারদের সিয়াম সাধনা আরামদায়ক করতে ‘দুর্যোগে আলোর গেরিলা’ কর্মসূচির  আলোর গেরিলা টিমের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করছে। জেনারেল ম্যানেজার গ্রাহকদের উত্তম সেবার নিশ্চয়তা দিয়ে বলেন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। যা কিছুই ঘটুক আমরা আমাদের সর্বোচ্চ সেবা আপনাদের দিয়ে যাব। করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ‘দুর্যোগে আলোর গেরিলা’ টিমসমূহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 

আরও খবর

Sponsered content

Powered by